ঢাকা, সোমবার, ৬ মে, ২০২৪

নোয়াখালীতে 'মাটি ছাড়া সবজি উৎপাদন' এর উপর আধুনিক প্রযুক্তিতে কৃষকদের প্রশিক্ষণ

নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ‍্যালয়ের কক্ষে ২২ জানুয়ারি ২০২১ রোজ শুক্রবার  "ভাসমানে কৃষক প্রশিক্ষণ, মাটি ছাড়া সবজি উৎপাদন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তির উপর কৃষক প্রশিক্ষণ ২০২১ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপপরিচালক তোফায়েল আহম্মদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ও জাতীয় সাংবাদিক কল‍্যাণ ফাউন্ডেশনের নোয়াখালী জেলা সভাপতি সাংবাদিক মোঃ গোলাম সারোয়ার জুয়েল, নোয়াখালীর বৈজ্ঞানিক সহকারি মোঃ নাসির উদ্দিন আল মাহমুদ, মোঃ আল আমিন এসএ, সাংবাদিক আলমগীর হোসেন হিরু প্রমুখ। সভাপতিত্ব করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (সগবি) নোয়াখালীর ড: মুহাম্মদ মহীউদ্দীন চৌধুরী। সঞ্চালনায় ছিলেন নোয়াখালীর বৈজ্ঞানিক সহকারি মোঃ আবুল হোসেন। বাঁশ ও কুচরীপানা দিয়ে মই এর আকারে বেড তৈরী করে প্রায় ৩ বছর এই বেডে সবজি উৎপাদন সম্ভব। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভাসমান পদ্ধতিতে সবজি ও মসলা ফসল চাষ করে খাদ্য স্বয়ংসম্পর্ন হওয়া সম্ভব। তাই নিচু এলাকায় এই পদ্ধতি জনপ্রিয় হবে বলে সবাই আশাবাদী। সহজ প্রাপ‍্য কচুরিপানা ও বাঁশ / দুলালী লতা ব‍্যবহার করে মাটি ছাড়া লতানো সবজি ( লাউ, কুমড়া, শশা, ক্ষিরা, বরবটি, বেগুন, ফুলকপি ইত্যাদি ) ও মসলা জাতীয় সবজি ( পেঁয়াজ, রসুন, ধনিয়া, কালোজিরা ইত্যাদি ) বার মাসই চাষ হচ্ছে। এই সব সবজি ও মসলা মাটি ও কীটনাশক ছাড়া উৎপাদন করে পারিবারিক চাহিদা পূরণ করে আত্মীয়দের দেওয়ার পরও বাড়তিগুলো বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব।

ads

Our Facebook Page